যশোরের শার্শা উপজেলায় শালকোনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) তিন জনকে বাংলাদেশে চাপিয়ে দেয়। এতে দুই বাংলাদেশি এবং এক ভারতীয় নাগরিক রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ভোর ৩টায় মুস্তাফাপুর সীমান্ত পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে ছিলেন শাহিন শেখ, ৩০, এবং তার ভাই সাগর শেখ, ২৮, দু’জনই খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা। তৃতীয় ব্যক্তি ছিলেন ২৫ বছর বয়সী আনোয়ার হোসেন, ভারতের আসামের গোলপারা জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নারিকেলবাড়িয়া গ্রামে সীমান্তের কাছে তাদের দেখে গরপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করিয়েছে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
শাহিন শেখ সাংবাদিকদের জানান, তিনি ও তার ভাই দীর্ঘ সময় ধরে ভারতের হরিয়ানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ৫ আগস্ট স্থানীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ তাদের কয়েক দিন ক্যাম্পে রাখার পর ভোর ৩টায় সীমান্তে চাপিয়ে দেয়। আনোয়ার হোসেনের সঙ্গে তাদের পরিচয় তখন হয়।
শার্শা বিএজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ বলেন, শালকোনা সীমান্ত দিয়ে এমন কোনো চাপানো ঘটনা তাদের জানা ছিল না। শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রোবিউল ইসলাম জানান, তিনজনকে সীমান্ত অতিক্রম করার পর পুলিশ আটক করেছে। পরে দুই বাংলাদেশিকে যশোরের এনজিও জাস্টিস অ্যান্ড কেয়ারের হেফাজতে দেওয়া হয় এবং ভারতীয় নাগরিককে যশোর আদালতে পাঠানো হয়।