Friday, August 15, 2025
Homeআন্তর্জাতিকসার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার বহু

সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার বহু

নতুনি সাদ রেলস্টেশন দুর্ঘটনার পর দুর্নীতিবিরোধী আন্দোলন, প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগের দাবি জোরদার

সার্বিয়ায় সরকারবিরোধী আন্দোলনে নতুন করে সহিংসতা ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানী বেলগ্রেডসহ বিভিন্ন শহরে দুর্নীতিবিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। এ সময় বিরোধী পক্ষ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, গত কয়েক দিনে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীরা নোভি সাদ শহরে ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (SNS) এর কার্যালয়ে ভাঙচুর চালায়। রাজধানী বেলগ্রেডে বিক্ষোভকারীরা সরকারি ভবন ও সেনা সদর দফতরের সামনে সমবেত হন, তবে মোতায়েনকৃত দাঙ্গা পুলিশ তাদের দলীয় কার্যালয়ে পৌঁছাতে বাধা দেয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, গত বছর নভেম্বর মাসে নোভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং তা ক্রমেই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীদের দাবি, দুর্ঘটনার ঘটনায় সঠিক তদন্ত ও দায়ীদের বিচার করতে হবে। পাশাপাশি প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচকে পদত্যাগ করতে হবে।

গত নয় মাস ধরে দেশজুড়ে শিক্ষার্থী-নেতৃত্বাধীন শান্তিপূর্ণ বিক্ষোভ চলে আসছে। অনেক সময় লাখো মানুষ এতে অংশ নিলেও চলতি সপ্তাহে সহিংসতায় পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, পুলিশ মূলত ক্ষমতাসীন দলের সমর্থকদের রক্ষা করছে এবং বিরোধী পক্ষের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও এক বিবৃতিতে জানিয়েছেন, সার্বিয়ায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দমননীতি জোরদার হয়েছে। অতিরিক্ত বলপ্রয়োগ, ভয়ভীতি ও নির্বিচার গ্রেপ্তারের মতো ঘটনা বাড়ছে।

প্রেসিডেন্ট ভুচিচ দাবি করেছেন, বিরোধী পক্ষই হামলা চালাচ্ছে এবং সরকারের পতনের ষড়যন্ত্র করছে। তিনি আগেভাগে নির্বাচন দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন এবং আন্দোলনকে বিদেশি প্রভাবিত ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন।

এদিকে, বিক্ষোভের চাপ বাড়লেও ভুচিচ এখনো ক্ষমতায় আছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রিসভার ভাঙনের ঘটনা ঘটলেও প্রেসিডেন্ট ভুচিচের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে।

RELATED NEWS

Latest News