Wednesday, August 13, 2025
Homeখেলাধুলাএএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ, ইতিহাস গড়ল লাল-সবুজরা

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ, ইতিহাস গড়ল লাল-সবুজরা

লাোস থেকে সাফল্যের পর স্বল্প আড়ম্বরে দেশে ফিরল দল, প্রথমবার খেলবে ১২ দলের মূলপর্বে

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। সোমবার রাত ১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী বিভাগের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দলকে স্বাগত জানান। এ সময় বাফুফের কার্যনির্বাহী কমিটির চার সদস্য—আমিরুল ইসলাম বাবু, টিপু সুলতান, মোহাম্মদ মনজুরুল করিম ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন উপস্থিত ছিলেন।

বাফুফের পক্ষ থেকে ফুল দিয়ে খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয়। তবে কোনো আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়নি। এটি ভিন্ন ছিল গত ৭ জুলাই হাটিরঝিলে মধ্যরাতে হওয়া জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের তুলনায়, যা অনুষ্ঠিত হয়েছিল সিনিয়র নারী দলের এশিয়ান কাপে ওঠার সাফল্য উদযাপনে। আফেইদা খান্ডকার ও তার সতীর্থরা একই সাফল্য অর্জন করলেও এবারের সংবর্ধনা ছিল অনেকটা সীমিত আকারে।

আগামী বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ১২ দলের মূলপর্বে খেলবে বাংলাদেশ। লাওসে অনুষ্ঠিত গ্রুপ এইচ-এ রানার্স-আপ হয়ে জায়গা করে নেয় তারা।

বাংলাদেশ তাদের অভিযান শুরু করে ৬ আগস্ট, স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে তিমোর-লেস্তেকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দেয় তারা। শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ ব্যবধানে হারলেও ছয় পয়েন্ট ও +৫ গোল ব্যবধান নিয়ে সেরা তিন রানার্স-আপের একজন হিসেবে মূলপর্ব নিশ্চিত করে।

থাইল্যান্ড (আয়োজক), ভারত, দক্ষিণ কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও উত্তর কোরিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ।

RELATED NEWS

Latest News