বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে এইচপি টি-২০ সিরিজে বাঁহাতি স্পিনে প্রতিপক্ষকে ভোগাচ্ছেন কুমিল্লার তরুণ ক্রিকেটার আশরাফুল হাসান রোহান। নতুন বলে তার স্পিনে নাঈম শেখ ও জিসান আলমের মতো ব্যাটাররা বারবার সমস্যায় পড়েছেন।
চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা রোহান সর্বশেষ এনসিএল মৌসুমে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। এবার প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্পে ডাক পেয়ে তিনি প্রমাণ করেছেন নিজের দক্ষতা। শুধু নির্বাচক ও কোচ নন, সহখেলোয়াড়রাও মুগ্ধ তার বোলিং দেখে।
তার বোলিং অ্যাকশন, ভ্যারিয়েশন এবং আঙুল ও কবজির অসাধারণ ব্যবহার আলাদা করে নজর কাড়ছে। এইচপি স্পিন বোলিং কোচ আরশাদ খান বলেন, “রোহানের বেসিক দারুণ। তার আঙুলের স্পিন, বডি অ্যালাইনমেন্ট, দুই হাতের ব্যবহার—সবকিছুই শক্তিশালী। কয়েক মাসের মধ্যেই সে শীর্ষ পর্যায়ের ক্রিকেটের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার বিশ্বাস, সে হবে তার প্রজন্মের সেরা স্পিনারদের একজন।”
পেস বোলিং কোচ তারেক আজিজও রোহানের প্রশংসা করেছেন, “বাংলাদেশি স্পিনারদের মধ্যে তার মতো আঙুল ও কবজির ব্যবহার সচরাচর দেখা যায় না। যদি সে নিজের দক্ষতাকে পুরোপুরি কাজে লাগাতে পারে, একদিন খেলার শীর্ষে পৌঁছাবে।”
বাংলাদেশে বাঁহাতি স্পিনের ঐতিহ্য দীর্ঘদিনের। মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক থেকে শুরু করে সাকিব আল হাসান—বর্তমান যুগে আছেন নাসুম আহমেদসহ আরও অনেকে। এই প্রতিযোগিতার কথা ভালোভাবেই জানেন রোহান। তার লক্ষ্য চ্যালেঞ্জ পেরিয়ে এগিয়ে যাওয়া। রোহান বলেন, “সাব-কন্টিনেন্টে অনেক বাঁহাতি স্পিনার আছে। আমাদের দেশেও অনেক আছে। প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ রয়েছে। যেখানে সুযোগ পাব, সেখানেই সেরাটা দিতে চাই।”
রোহানের বোলিং অ্যাকশন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে মিল রয়েছে। ছোটবেলা থেকে জাদেজাকে অনুসরণ করলেও রোহান চান ব্যাটিং ও ফিল্ডিংয়েও সমান দক্ষ হতে। লক্ষ্য একদিন জাতীয় দলে জায়গা করে নেওয়া এবং বাংলাদেশের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করা।