মালয়েশিয়া সরকার শুক্রবার থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য বহুগমন ভিসা (Multiple-Entry Visa, MEV) চালু করেছে। গৃহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের যাতায়াত ব্যবস্থাপনা উন্নত করা হবে এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমানো সম্ভব হবে।
দেশের স্বাধীন সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডির বরাত দিয়ে জানানো হয়, যারা ইতিমধ্যে মালয়েশিয়ায় টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস (PLKS) ও একক গমন ভিসা নিয়ে কর্মরত আছেন, তাদের জন্য আলাদা করে বহুগমন ভিসার আবেদন করতে হবে না।
গৃহ মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ PLKS ধারকদের জন্য বহুগমন ভিসা আন্তর্জাতিক প্রবেশ পথের ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে সমন্বিতভাবে প্রদান করা হবে। বহুগমন ভিসা এক বছরের জন্য PLKS নবায়নের অংশ হিসেবে দেওয়া হবে।
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এই ব্যবস্থা মালয়েশিয়ায় প্রবেশ ও প্রস্থানকারী শ্রমিকদের যাতায়াত নিয়ন্ত্রণ শক্তিশালী করবে এবং বিদেশে নতুন ভিসার জন্য আবেদনগুলোর চাপ কমাবে। এতে মালয়েশিয়ার মিশনে নতুন ভিসার জন্য অপেক্ষার সময় কমবে।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় হাজার হাজার শ্রমিক নিয়মিত কাজের জন্য যাতায়াত করেন। বহুগমন ভিসার এই সুবিধা শ্রমিকদের যাতায়াত আরও সহজ এবং নিয়মিত করবে বলে আশা করা হচ্ছে।