ইমরান হায়দার, পাকিস্তানের নতুন নিযুক্ত হাইকমিশনার হিসেবে ঢাকায় পৌঁছেছেন এবং শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক ঘোষণায় জানানো হয়েছে, বিমানবন্দরে তার আগমন উপলক্ষে ডেপুটি হাইকমিশনার তাকে গ্রহণ করেন।
এর আগে, হায়দার মায়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হিসেবে এই দায়িত্ব নিলেন। মারুফ গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে গিয়েছিলেন এবং এরপর তিনি মিশনে ফিরে আসেননি।
পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রণালয়কে অবগত করেছিল যে মারুফ ছুটির পর তার কাজ পুনরায় শুরু করবেন। কিন্তু তিনি মিশনে আর যোগদান করেননি।
ইমরান হায়দারের নিয়োগ পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের আগামি ২৩ আগস্ট ঢাকায় দুই দিনের সফরের আগে এসেছে।