Saturday, August 9, 2025
Homeজাতীয়গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় দম্পতিসহ গ্রেপ্তার ৪

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় দম্পতিসহ গ্রেপ্তার ৪

সিসিটিভি ফুটেজে শনাক্ত, বৃহস্পতিবার রাতে হামলায় নিহত হন ‘প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি

গাজীপুর শহরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তাররা হলেন মামলার প্রধান আসামি মো. মিজান, তার স্ত্রী গোলাপি, মো. স্বাধীন এবং আল-আমিন। পুলিশ জানায়, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে আটক করা হয়েছিল। নিহতের ভাই শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন।

৩৮ বছর বয়সী আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে প্রায় নয়জনের একটি দল, যার মধ্যে একজন নারীও ছিলেন, তুহিনকে ধাওয়া করে শহরের ঈদগাহ মার্কেট এলাকায় নিয়ে যায়। সেখানেই পুরুষ হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পর গুজব ছড়িয়ে পড়ে যে, তুহিন শহরে চাঁদাবাজির একটি ঘটনা গোপনে ভিডিও করায় তাকে হত্যা করা হয়েছে। তবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, তুহিন কোনো চাঁদাবাজির ভিডিও করেননি। তিনি আসলে বাদশা মিয়ার ওপর হওয়া এক হামলার ভিডিও ধারণ করেছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন বাদশা মিয়া পুলিশকে জানান, তিনি একটি ‘হানি ট্র্যাপ’-এর শিকার হয়েছিলেন। ঘটনার কিছু আগে ব্যাংক থেকে টাকা তুলে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় এক অচেনা নারী অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দেন। বাদশা মিয়া সন্দেহ হলে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর পরপরই ওই নারী চিৎকার শুরু করলে তার সহযোগী পুরুষরা হঠাৎ এসে তাকে কুপিয়ে আহত করে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, নারীটি বাদশা মিয়ার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুরুষ এসে তাকে কুপিয়ে আহত করে।

পুলিশ বলছে, এই ঘটনার সঙ্গে সাংবাদিক তুহিন হত্যার যোগসূত্র রয়েছে এবং তদন্তে আরও তথ্য বের হয়ে আসবে।

RELATED NEWS

Latest News