ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের বিভিন্ন হলে আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীরা মিছিল করেছে। শুক্রবার রাত ১২টার পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত বছরের সেপ্টেম্বর মাসে দেওয়া ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অমান্য করেছে। দ্রুত এসব কমিটি বাতিলের দাবি জানায় তারা।
বিক্ষোভকারীরা বিভিন্ন হল থেকে মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। শেখ মুজিবুর রহমান হল, সুর্যসেন হল, মুহসিন হল, বিজয় ৭১ হল, এ এফ রহমান হল, শামসুন্নাহার হল ও রোকেয়া হলসহ একাধিক আবাসিক হলের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন।
এর আগে রোকেয়া হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শুক্রবার রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত সময় দেন কমিটি বাতিলের জন্য। দাবি না মানায় তারা হলের তালা ভেঙে বের হয়ে আসেন এবং পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে টি এস সি’র দিকে মিছিল নিয়ে যান।
আরও পড়ুন: ঢাবি হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধে অঙ্গীকার উপাচার্যের
এ ছাড়া দুপুরে রোকেয়া হল, শেখ ফজিলাতুননেছা মুজিব হল এবং সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা আলাদা আলাদা স্মারকলিপি তাদের নিজ নিজ হল প্রভোস্টের কাছে জমা দেন।
রোকেয়া হলের শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান:
১) রাজনৈতিক দলের কমিটিতে থাকা কারও আবাসিক সুবিধা বাতিল।
২) শুধুমাত্র শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কমিটি ছাড়া সব রাজনৈতিক কমিটি নিষিদ্ধ।
৩) হলের যেসব কর্মকর্তা ও কর্মচারী দলীয় ছাত্র সংগঠনের কর্মীদের সহযোগিতা করেন, তাদের বহিষ্কার।
শিক্ষার্থীদের বিক্ষোভে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন বলছে, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।