Friday, August 8, 2025
Homeজাতীয়জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট মামলায় সাবেক সিইসি নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর

জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট মামলায় সাবেক সিইসি নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ আদালতের আদেশ, জামিন চেয়েছিলেন আইনজীবী

জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ১২তম অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। শুনানিতে নুরুল হুদার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী তাওহিদুল ইসলাম।

এর আগে ১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল হুদা।

গত ২২ জুন রাতেই রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই দিনই তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় আরো নাম উল্লেখ করা হয়েছে সাবেক দুই সিইসি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের।

২৩ জুন তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ২৮ জুন আবার চার দিনের রিমান্ডে পাঠানো হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। এতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, কে এম নুরুল হুদা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News