বাংলাদেশে ইসলাম, কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন পাস হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর গাউছুল আজম জামে মসজিদে বিএনপির লিয়াঁজো কমিটি ও বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসীনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই মাদরাসা শিক্ষা বিস্তার লাভ করুক। তবে মাদরাসাকে কোনো দলীয় রাজনীতির প্ল্যাটফর্মে পরিণত করতে চাই না।”
তিনি বলেন, বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাস করে।
বিভিন্ন শ্রেণি ও মতের সঙ্গে বিএনপির চলমান সংলাপের বিষয়ে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক ও ইসলামি গোষ্ঠীর সঙ্গে কথা বলেছি। হেফাজতে ইসলামের নায়েবের সঙ্গে বৈঠক করেছি, হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছি, শর্ষিনা পীর সাহেবের সঙ্গে দেখা করেছি, আলিয়া লাইনের শীর্ষ নেতাদের সঙ্গেও আলোচনা করেছি।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা, সবাইকে একসূত্রে গাঁথা এবং এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা যেখানে বিভেদ নয়, থাকবে ঐক্য।”
বৈঠকে বিএনপি ও জামিয়াতুল মুদাররিসীনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ইসলামি শিক্ষা বিস্তারে করণীয় নিয়ে আলোচনা করেন।