ঢাকায় অবস্থিত রয়্যাল থাই দূতাবাসে আসিয়ান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফরুকী বলেছেন, বাংলাদেশ ও আসিয়ান দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে ফরুকী বলেন, “আসিয়ান দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, যা সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই আমাদের দেশের মানুষের সঙ্গে আসিয়ান দেশগুলোর জনগণের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন রয়েছে।”
তিনি বলেন, “পর্যটন, বিনিয়োগ, বাণিজ্য এবং কর্মসংস্থান—এই চারটি ক্ষেত্রে আসিয়ান আমাদের জন্য বিশাল সুযোগ এনে দিয়েছে। আমাদের সঠিক উদ্যোগের মাধ্যমে এসব সম্ভাবনা কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে ব্রুনেইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান এবং মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমানও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আসিয়ান ১৯৬৭ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিকাশ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই এ সংস্থার লক্ষ্য।