ঢাকার একটি আদালত বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কালিমুল্লাহকে একটি বিশেষ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন।
শুনানির সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর দিলওয়ার জাহান রুমি কালিমুল্লাহকে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষে অ্যাডভোকেট মোহসিন রেজাসহ অন্যান্য আইনজীবীরা তার জামিন প্রার্থনা করেন এবং জামিন না দিলে জেল কোড অনুযায়ী ডিভিশন সুবিধা দেওয়ার অনুরোধ জানান।
উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য একেএম নুর-উন-নবীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
ভ্রমণ নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. এ সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে মোহাম্মদপুরের বাসা থেকে কালিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
দুদক চলতি বছরের জুন মাসে বিশেষ উন্নয়ন প্রকল্প থেকে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলায় বলা হয়, তারা বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন।
দুদক বলছে, তদন্ত চলমান রয়েছে এবং প্রমাণ পাওয়ায় আদালতের কাছে এই ধরনের ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।