Sunday, August 31, 2025
Homeআন্তর্জাতিকইয়েমেন উপকূলে নৌকাডুবি, ২৭ অভিবাসীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ২৭ অভিবাসীর মৃত্যু

অন্তত ১০০ জন এখনো নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে নৌকাডুবিতে অন্তত ২৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। রবিবার এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় দুই নিরাপত্তা সূত্র।

একটি সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। অপর একটি সূত্র জানায়, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ১৫০ জন আরোহী ছিলেন।

আবিয়ান প্রদেশের নিরাপত্তা দপ্তর এক বিবৃতিতে জানায়, সমুদ্র থেকে এখন পর্যন্ত বহু মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সমুদ্রে আরও মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে। ডুবে যাওয়া নৌকায় প্রধানত ইথিওপিয়ার ওরোমো সম্প্রদায়ের অভিবাসীরা ছিলেন, যারা অবৈধভাবে ইয়েমেনে প্রবেশের চেষ্টা করছিলেন।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, “এ ধরনের নৌকা নিয়মিতভাবেই আমাদের উপকূলে আসে। চোরাকারবারি ও মানবপাচারকারীরা এসব নৌকার মাধ্যমে অভিবাসীদের আনছে।”

২০১৪ সাল থেকে ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ সত্ত্বেও ইথিওপিয়া ও আফ্রিকার অন্যান্য দেশ থেকে অভিবাসন বন্ধ হয়নি। বিপুল সংখ্যক অভিবাসী বাব আল-মানদেব প্রণালি পাড়ি দিয়ে ইয়েমেনে প্রবেশের চেষ্টা করেন। এই প্রণালিটি জিবুতির সঙ্গে ইয়েমেনকে যুক্ত করে এবং এটি আন্তর্জাতিক বাণিজ্য, অভিবাসন ও মানবপাচারের একটি গুরুত্বপূর্ণ রুট।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইয়েমেনে হাজার হাজার অভিবাসী আটকে আছে। তারা দীর্ঘ যাত্রাপথে শারীরিক নির্যাতন ও শোষণের শিকার হচ্ছে।

উদ্ধার তৎপরতা এখনো চলছে, এবং নিরাপত্তা বাহিনী জানিয়েছে নিখোঁজদের খোঁজে সমুদ্র ও উপকূলজুড়ে তল্লাশি অব্যাহত থাকবে।

RELATED NEWS

Latest News