Tuesday, September 16, 2025
Homeআন্তর্জাতিকমায়োর্কার সমুদ্র উপকূলে বিমান দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু

মায়োর্কার সমুদ্র উপকূলে বিমান দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু

স্পেনে স্টান্ট প্রদর্শনের সময় ছোট বিমান সাগরে বিধ্বস্ত, উদ্ধারকর্মীরা রবিবার দুইজনের মরদেহ উদ্ধার করেছে

স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জের মায়োর্কা উপকূলে একটি ছোট বিমান সাগরে বিধ্বস্ত হয়ে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। দেশটির সিভিল গার্ড জানিয়েছে, রবিবার উদ্ধারকর্মীরা বিমানটির দুজন যাত্রীর মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি ছিল একটি স্টান্ট বিমান। শনিবার সন্ধ্যায় অ্যাক্রোবেটিক প্রদর্শনের সময় হঠাৎ করে বিমানটি সাগরে পড়ে যায়।

দুর্ঘটনাটি ঘটে দ্বীপটির উত্তর উপকূলের সোলার বন্দরের কাছাকাছি। ওই এলাকায় থাকা একাধিক নৌকার যাত্রীরা বিমানটি সাগরে পড়তে দেখেছেন।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে বলেন, বিমানটি প্রায় দুই ঘণ্টা আগে স্টান্ট প্রদর্শনের জন্য উড্ডয়ন করেছিল। পরে সেটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা বিমানের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছেন।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • স্পেন

RELATED NEWS

Latest News