তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ঘোষণা করেছেন যে বহুল আলোচিত জুলাই চার্টার ৫ আগস্টের মধ্যেই প্রকাশ করা হবে। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “জুলাই চার্টার এখন বাস্তবতা। এটি অবশ্যই ৫ আগস্টের মধ্যে ঘোষণা করতে হবে। জনস্বার্থে বিষয়টি জীবন্ত রাখার জন্য এবং বাস্তবায়নের পথ তৈরি করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
গত বছরের ৫ আগস্ট ছাত্রনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জুলাই চার্টার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চার্টারটিতে রাজনৈতিক সংস্কার, বিচার প্রক্রিয়ায় পরিবর্তন এবং নতুন সংবিধান প্রণয়নের মতো বিষয় অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে।
সরকার ইতোমধ্যে চার্টারের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। এ বিষয়ে তাদের সুপারিশ থাকলে তা জানাতে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, ২৫ জুলাই এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, তার দল ৫ আগস্টের মধ্যেই জুলাই চার্টার ও জুলাই ডিক্লারেশন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এটি তাদের চলমান সংস্কার, ন্যায়বিচার এবং নতুন সংবিধানের আন্দোলনের অংশ।
রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, চার্টার ঘোষণার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট হবে।