কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়রের নামে থাকা ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৭ কোটি ৩৯ লাখ টাকার বেশি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির মিডিয়া শাখার তথ্যানুযায়ী, গত ৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে এই অর্থ জব্দ করা হয়।
সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে উঠে এসেছে, এই বিপুল অর্থ প্রতারণা, জালিয়াতি, কমিশন-ভিত্তিক লেনদেন এবং হুন্ডির মাধ্যমে অবৈধভাবে অর্জিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তদন্তে আরও বলা হয়েছে, এসব অর্থ বিদেশে পাচারেরও প্রমাণ পাওয়া গেছে।
সিআইডি জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে সিআইডি আর্থিক উৎস, লেনদেনের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার দিকগুলো যাচাই-বাছাই করছে। তারা বলছে, এই তদন্তের মাধ্যমে আরও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে।