Sunday, July 27, 2025
Homeআন্তর্জাতিককম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘর্ষে শান্তি চায় চীন, আলোচনার মাধ্যমে সমাধানে আহ্বান

কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘর্ষে শান্তি চায় চীন, আলোচনার মাধ্যমে সমাধানে আহ্বান

চীন বলেছে, পশ্চিমা ঔপনিবেশিক ক্ষত থেকেই সংঘাতের উৎপত্তি, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান

কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্তে টানা দুই দিনের সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে চীন। শুক্রবার বেইজিংয়ে আসিয়ান মহাসচিব কাও কিম হোর্নের সঙ্গে বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পশ্চিমা ঔপনিবেশিক ইতিহাস এই সংঘাতের পেছনের মূল কারণ।

ওয়াং ই বলেন, “কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষ ও প্রাণহানি হৃদয়বিদারক। এটি ঐতিহাসিক ঔপনিবেশিক ক্ষতির ধারাবাহিকতা।”

চীন আসিয়ানের মধ্যস্থতা প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানই একমাত্র পথ। তিনি আরও জানান, চীন এই অঞ্চলের বন্ধু রাষ্ট্র হিসেবে নিরপেক্ষ ও ন্যায়সংগত অবস্থান নিয়ে সংকট নিরসনে কাজ করবে।

এই সংঘর্ষের পেছনে একটি স্থলমাইন বিস্ফোরণকে কারণ হিসেবে উল্লেখ করেছে থাইল্যান্ড। দেশটি দাবি করেছে, কম্বোডিয়া নতুনভাবে স্থলমাইন বসিয়েছে। তবে কম্বোডিয়া এ অভিযোগ অস্বীকার করে জানায়, বিস্ফোরণটি হয়তো পুরনো গৃহযুদ্ধের সময়কার অবশিষ্ট মাইন থেকে ঘটেছে।

চীনের রাষ্ট্রদূত ফু কং নিউইয়র্কে এক সাক্ষাৎকারে জানান, “চীন দুই পক্ষের মধ্যে যোগাযোগে সহায়তা করছে এবং দ্রুত স্থিতিশীলতা প্রত্যাশা করছে।”

থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনই তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না। তবে আসিয়ান সদস্যদের মাধ্যমে গঠনমূলক আলোচনায় ফিরে যেতে চায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, দেশটি তাদের নিজস্ব কৌশলে শান্তি আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে চীন উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

এর মধ্যে চীনের দূতাবাস থেকে নাগরিকদের সীমান্ত এলাকায় না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

সংঘর্ষ থামানোর আহ্বানের পাশাপাশি, চীনের সঙ্গে কম্বোডিয়া ও থাইল্যান্ডের প্রতিরক্ষা সম্পর্কও এ মুহূর্তে আলোচনায় এসেছে। থাইল্যান্ড চীনের কাছ থেকে ব্যাপক অস্ত্র কিনেছে এবং কম্বোডিয়াও চীনের সঙ্গে সামরিক মহড়ায় নিয়মিত অংশ নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, চীনের মধ্যস্থতায় এই সংকট সহিংসতা ছাড়াই নিরসনের সম্ভাবনা রয়েছে। চীন ও আসিয়ানের কূটনৈতিক তৎপরতা আসন্ন দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

RELATED NEWS

Latest News