Sunday, August 31, 2025
Homeজাতীয়যুদ্ধাপরাধের মামলা তুলে নিতে চাপ, লিমনের বাবার ওপর হামলার অভিযোগ

যুদ্ধাপরাধের মামলা তুলে নিতে চাপ, লিমনের বাবার ওপর হামলার অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা প্রত্যাহারের চাপে হামলা, অভিযুক্ত প্রতিবেশীরা

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ঈদুরবাড়ি গ্রামে র‍্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা তোফাজ্জল হোসেন (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর প্রতিবেশী ইব্রাহিম হাওলাদার, আব্দুল হাইসহ চারজন তাঁর ওপর হামলা চালায় বলে জানা গেছে।

বিকেলে রাজাপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়, হামলাকারীরা তোফাজ্জলকে তাঁর ছেলে লিমন হোসেন কর্তৃক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিলেন। তিনি অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়।

এই বিরোধ দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার ধারাবাহিকতা বলেই মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালে রাজাপুরে র‍্যাবের গুলিতে আহত হওয়ার পর লিমনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, সেই মামলায় ইব্রাহিম হাওলাদার প্রধান সাক্ষী ছিলেন।

তোফাজ্জলের অভিযোগে আরও বলা হয়, ২০১৯ সালের ৬ এপ্রিল একই অভিযুক্তদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও মারধরের অভিযোগে লিমনের মা থানায় অভিযোগ করেন। ওই মামলার রায়ে ইব্রাহিমকে দুই বছর এবং আব্দুল হাইকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ইব্রাহিম সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে পুনরায় হুমকি দিতে শুরু করেছেন বলে অভিযোগ।

তোফাজ্জল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “আমার ছেলেকে মামলা তুলে নিতে বলার জন্যই আমাকে মারধর করা হয়েছে।” তাঁর ছেলে লিমন এ ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন।

অন্যদিকে অভিযুক্ত ইব্রাহিম হাওলাদার এই অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি একটি সম্পত্তি নিয়ে বিরোধ, মামলা তুলে নেওয়ার সঙ্গে এর সম্পর্ক নেই।”

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

RELATED NEWS

Latest News