Sunday, August 31, 2025
Homeখেলাধুলাসানচোকে নিয়ে অনিশ্চয়তা, জুভেন্টাসের চুক্তি আপাতত স্থগিত

সানচোকে নিয়ে অনিশ্চয়তা, জুভেন্টাসের চুক্তি আপাতত স্থগিত

ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার সানচোর দলবদল নিয়ে আলোচনা চললেও বাজেট সংকটে পিছিয়ে যাচ্ছে জুভেন্টাস

ইংলিশ উইঙ্গার জেডন সানচোর দলবদল নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে আলোচনার অগ্রগতি হলেও, শেষ পর্যন্ত বাজেট ঘাটতির কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে চূড়ান্ত চুক্তি।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকার ভবিষ্যৎ আগে থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। গ্রীষ্মের শুরুতে চেলসি তাকে স্থায়ীভাবে দলে নিতে না চাওয়ায় এবং ব্যক্তিগত শর্তে একমত না হওয়ায় সেই সম্ভাবনাও ধুলিসাৎ হয়। এরপর জুভেন্টাস তার প্রতি আগ্রহ দেখায় এবং আলোচনার সূচনা হয়।

প্রথমদিকে আলোচনা ইতিবাচক মনে হলেও, স্কাই স্পোর্টস জানিয়েছে যে, ফ্রান্সিসকো কনসেইসাওকে ৩২ মিলিয়ন ইউরোতে দলে টানার পর জুভেন্টাসের বাজেট সংকুচিত হয়ে পড়েছে। ফলে নতুন করে সানচোকে দলে নেওয়ার মতো অর্থ এখনই তাদের হাতে নেই।

জুভেন্টাসের বাজেট বাড়াতে কিছু খেলোয়াড় বিক্রি করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সামুয়েল এমবাঙ্গুলাকে ব্রেমেনে বিক্রি করে প্রায় ১০ মিলিয়ন ইউরো আয় আশা করছে ক্লাবটি। এছাড়া টিমোথি উইয়াহ ও নিকো গঞ্জালেজের মতো খেলোয়াড়রাও বিক্রির জন্য প্রস্তুত। উইয়াহকে নিয়ে মার্সেই আগ্রহ দেখালেও জুভেন্টাস তার জন্য ২০ মিলিয়ন ইউরো মূল্য চায়।

জুভেন্টাস ইতিমধ্যেই সানচোর জন্য ১৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড তার মূল্য নির্ধারণ করেছে ২৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৩৪ মিলিয়ন ডলার।

অন্যদিকে ইউনাইটেড ইতোমধ্যে ম্যাথেউস কুনহা ও ব্রায়ান এমবেউমোর জন্য ১৩৩.৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। আরও নতুন খেলোয়াড় আনার জন্য বর্তমান স্কোয়াড থেকে বিক্রির ওপর নির্ভর করছে ক্লাবটির অর্থনীতি। মার্কাস রাশফোর্ড ইতোমধ্যেই ধারে বার্সেলোনায় চলে গেছেন, এবং অ্যালেহান্দ্রো গারনাচো, আন্তনি ও টাইরেল মালাসিয়ার ভবিষ্যৎও অনিশ্চিত।

সবমিলিয়ে, সানচোর দলবদল আপাতত জুভেন্টাসের বিক্রয় কার্যক্রমের ওপর নির্ভর করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি আর্থিক ভারসাম্য তৈরি হয়, তবে ইউনাইটেড থেকে তার বিদায় কার্যকর হতে পারে। তবে আপাতত তার ভবিষ্যৎ ঝুলে রয়েছে অর্থনৈতিক সমীকরণের ওপর।

RELATED NEWS

Latest News