Friday, August 8, 2025
Homeখেলাধুলানিউক্যাসল ছাড়তে চান আলেকজান্ডার ইসাক, আগ্রহী লিভারপুল ও আল হিলাল

নিউক্যাসল ছাড়তে চান আলেকজান্ডার ইসাক, আগ্রহী লিভারপুল ও আল হিলাল

নতুন চুক্তি ফিরিয়ে দিয়েছেন ইসাক, চেয়েছেন ৩ লাখ পাউন্ড সাপ্তাহিক বেতন

নিউক্যাসল ইউনাইটেড ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক এই গ্রীষ্মেই ক্লাব ছাড়তে চান বলে জানা গেছে। তবে ক্লাবের পক্ষ থেকে তাকে প্রাক-মৌসুম দলে না রাখার কারণ হিসেবে চোটের অজুহাত দেওয়া হলেও, চলতি সপ্তাহে পৃথকভাবে অনুশীলনের ছবি সেই দাবিকে ঘিরে প্রশ্ন তুলেছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল-এর খবরে বলা হয়, সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং ইংলিশ জায়ান্ট লিভারপুলের ট্রান্সফার আগ্রহে ইসাক বেশ নড়েচড়ে বসেছেন। ক্লাবটি তাকে নতুন চুক্তি দিতে চাইলেও, টাইমস-এর প্রতিবেদনে উঠে এসেছে যে ইসাক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

নিউক্যাসল তাকে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় বানানোর প্রস্তাব দিলেও ইসাক ন্যূনতম সাপ্তাহিক ৩ লাখ পাউন্ড দাবি করছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। সেই সঙ্গে তিনি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি অন্য বিকল্প বিবেচনা করতে চান।

লিভারপুলের আগ্রহ এখনো অব্যাহত রয়েছে এবং স্থানীয় সংবাদমাধ্যম লিভারপুল ইকো জানিয়েছে, তারা ইসাকের জন্য প্রস্তাব দেওয়ার কথা ভাবছে। তবে এক্ষেত্রে দলটিকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে, কেননা কিছুদিন আগেই তারা হুগো একিতিকে’র জন্য ৭৯ মিলিয়ন পাউন্ডে চুক্তি সম্পন্ন করেছে।

যদি ইসাকের ট্রান্সফার হয়, তবে তা হতে পারে ব্রিটিশ ফুটবলের ইতিহাসে রেকর্ড অঙ্কের লেনদেন। বর্তমানে সে রেকর্ড ১১৬ মিলিয়ন পাউন্ডে লিভারপুলের ফ্লোরিয়ান ভার্টজ চুক্তির দখলে। ইতোমধ্যে তারা জেরেমি ফ্রিমপং এবং মিলোস কেরকেজকেও ৬৯.৬ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে।

নিউক্যাসল এখনও ইসাককে ধরে রাখতে চায়। তারা এক প্রস্তাবে ইঙ্গিত দিয়েছে, তিনি যদি এই মৌসুমে ক্লাবে থাকেন তবে ২০২৬ সালে চুক্তিভঙ্গের সুযোগ দেওয়া হতে পারে।

বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত ইসাকের চুক্তি রয়েছে, ফলে তাৎক্ষণিকভাবে তাকে বিক্রি করার কোনো চাপ নিউক্যাসলের ওপর নেই। তবে ক্লাবটির তারকা স্ট্রাইকারকে ধরে রাখতে হলে এক্ষেত্রে তাদের কৌশলগত ও আর্থিকভাবে আরও বৃহৎ পদক্ষেপ নিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

RELATED NEWS

Latest News