Sunday, July 27, 2025
Homeজাতীয়ভারতের চিকিৎসক দলের আগমন নিয়ে ইতিবাচক মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার

ভারতের চিকিৎসক দলের আগমন নিয়ে ইতিবাচক মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার

'পারস্পরিক সম্মান ও পারস্পরিকতার ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় অন্তর্বর্তী সরকার'

ভারতের চিকিৎসক দলের বাংলাদেশে আগমনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা সবসময়ই পারস্পরিক সম্মান ও পারস্পরিকতার ভিত্তিতে ভারতের সঙ্গে একটি ভালো কার্যকর সম্পর্ক চেয়েছি। আমাদের অবস্থান আজও অপরিবর্তিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কখনও বলা হয়নি যে, আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই না।’

এই মন্তব্য তিনি করেন যখন এক সাংবাদিক জানতে চান, ঢাকায় ভারতের চিকিৎসক দলের উপস্থিতিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে কি না।

বুধবার রাতে ভারতের একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের দল প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে ঢাকায় পৌঁছায়। তারা বৃহস্পতিবার সকাল থেকেই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় অংশ নেয়।

দলটি ভারতের দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত, যারা বার্ন ট্রিটমেন্টে বিশেষ অভিজ্ঞ।

এই সফরটি আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া সহানুভূতিমূলক বার্তার প্রেক্ষিতে, যেখানে তিনি ঢাকায় দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ভারতীয় দলটি আহতদের শারীরিক অবস্থা মূল্যায়ন করছে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার সুপারিশ দিচ্ছে।

পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে আরও মেডিকেল দল বাংলাদেশে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

এর আগে, ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে চিঠির মাধ্যমে জানিয়েছে, প্রয়োজন হলে উন্নত চিকিৎসা সেবার জন্য ভারতে ব্যবস্থার প্রস্তুতি রয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় হাইকমিশন জানায়, ‘দুর্ঘটনায় আহতদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের সুবিধা দেওয়া হবে।’

ভারতের প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, ‘বাংলাদেশের পাশে ভারত রয়েছে এবং সর্বোচ্চ সহায়তা প্রদানে প্রস্তুত।’

এই মানবিক সহায়তা ও বার্তাগুলো দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে ধারণা বিশ্লেষকদের। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও এমন বার্তা স্পষ্টভাবে এসেছে যে, পারস্পরিক সহযোগিতা ও সম্মানের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে চলবে।

RELATED NEWS

Latest News