ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলমান টেস্ট সিরিজ উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে। তার আগেই ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এবার তারা আর ভদ্র আচরণ করবে না।
লর্ডসে তৃতীয় টেস্টে ২২ রানের রোমাঞ্চকর জয়ের পর ইংল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজে টিকে থাকতে হলে ভারতের শেষ দুই ম্যাচ জয় ছাড়া বিকল্প নেই।
আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় ভারতের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইংল্যান্ডের জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তখন ভারতীয় ফিল্ডারদের বিলম্বিত খেলার অভিযোগ ওঠে। উত্তপ্ত পরিস্থিতিতে রিশাভ পন্তকে আর্চারের আগ্রাসী বিদায় জানানোর দৃশ্যও আলোচনায় আসে।
এই প্রসঙ্গে হ্যারি ব্রুক বলেন, “আমরা মাঠে আরও বেশি উপভোগ করেছি। মানুষ বলেছে দেখতে দারুণ লেগেছে। আগের মতো ভদ্র হয়ে না থেকে আমরা সিদ্ধান্ত নিই এবার একটু ভিন্নভাবে খেলব।”
তিনি আরও বলেন, “আমরা স্পিরিট বজায় রেখেই খেলেছি। কাউকে গালি দিয়ে বা বাজে আচরণ করে নয়, তবে শক্তভাবে নিজেদের উপস্থিতি জানিয়েছি।”
ব্রুক জানান, আগের রাতে কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন যে দলটি অনেক বেশি ভদ্র। তখনই তিনি দলকে বলেন, “আগামীকাল উপযুক্ত সময় একটু দাঁত দেখানোর।”
এদিকে, ইনজুরির কারণে বাইরে থাকা স্পিনার শোয়েব বাশিরের পরিবর্তে দলে ফিরেছেন লিয়াম ডসন। ৩৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার প্রায় আট বছর পর টেস্ট দলে ফিরলেন।
ডসন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য ছিলেন এবং জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছেন।
ডসনের প্রসঙ্গে ব্রুক বলেন, “সে অত্যন্ত অভিজ্ঞ এবং প্রতিদ্বন্দ্বী মানসিকতার একজন খেলোয়াড়। এমন কাউকে দলে পাওয়া দারুণ ব্যাপার।”
ইংল্যান্ডের বোলিং আক্রমণে থাকছেন জোফরা আর্চার, ক্রিস ওকস ও ব্রাইডন কার্স। সুস্থ হয়ে ফিরলেও গাস অ্যাটকিনসনকে এবার দলে রাখা হয়নি।
এই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে চায় ইংল্যান্ড, আর ভারত ইতিহাস গড়তে মরিয়া। সব মিলিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে হতে যাচ্ছে আরেকটি রুদ্ধশ্বাস লড়াই।