তিস্তা মাস্টারপ্ল্যান (টিএমপি) বাস্তবায়নের সম্ভাব্যতা মূল্যায়নে বাংলাদেশে অবস্থানরত চীনা প্রতিনিধি দল আজ রংপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া তারা তিস্তা নদীর পাড়ের ভাঙনকবলিত এলাকাও পরিদর্শন করেন।
সকালে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক মি. ঝু জিং।
অন্যদিকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন তিস্তা রিভার প্রটেকশন মুভমেন্টের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) প্রিন্সিপাল আসাদুল হাবিব দুলু।
মতবিনিময় সভায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সমু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব মো. আনিসুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রিন্সিপাল দুলু বলেন, “টিএমপি বাস্তবায়ন হলে নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সম্ভব।”
মতবিনিময় শেষে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের তিস্তার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
তারা নদী পাড়ের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের কষ্টের কথা শোনেন এবং প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতামত গ্রহণ করেন।
চীনা প্রতিনিধিরা জানান, তারা জনগণের দুর্ভোগ প্রত্যক্ষ করেছেন এবং টিএমপি প্রকল্প দ্রুত বাস্তবায়নে পাশে থাকবেন।
এ সময় নদী তীরবর্তী মানুষজন চীনা সরকারের আগ্রহকে স্বাগত জানান এবং প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে গভীর আশাবাদ ব্যক্ত করেন।
চীনা প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন, যা ভাঙনকবলিত জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
বিএনপি নেতা দুলু বলেন, “টিএমপি বাস্তবায়নই এই অঞ্চলের মানুষের দুর্ভোগ দূর করার একমাত্র টেকসই সমাধান। আমরা এ প্রকল্পের দ্রুত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব।”
চীনা প্রতিনিধি মি. ঝু জিং বলেন, “আমরা আবার এসেছি। তিস্তার পাড়ের মানুষের কষ্ট নিজের চোখে দেখেছি। আশা করি, চীনের সহায়তায় টিএমপি প্রকল্প শিগগিরই শুরু হবে।”