অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৫ সালের অস্কার জমার প্রক্রিয়া শুরু করেছে। সোমবার থেকে একাডেমির অফিসিয়াল স্ক্রিনিং প্ল্যাটফর্ম ‘অ্যাকাডেমি স্ক্রিনিং রুম’-এ ফিল্ম কোম্পানিগুলো তাদের ছবি আপলোড করতে পারছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাকাডেমি সদস্যরা ঘরে বসেই বছরের সেরা ছবি দেখতে পারবেন।
তবে ছবিগুলো জমা দিতে হলে বেশ কিছু নিয়ম মানতে হবে নির্মাতাদের। নির্ধারিত সময়ের মধ্যে ছবির পূর্ণ স্ক্রিনক্রেডিট ও প্রযোজকদের স্বাক্ষরযুক্ত ‘অস্কার সাবমিশন ফর্ম’ (OSF) জমা দিতে হবে।
দুটি আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যেসব ছবি ১ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে মুক্তি পেয়েছে, সেগুলোর ফর্ম জমা দিতে হবে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে। আর ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মুক্তিপ্রাপ্ত ছবির জন্য শেষ সময় ১৩ নভেম্বর বিকেল ৫টা।
এ বছর থেকে নতুন একটি নিয়ম চালু হয়েছে। যেকোনো ছবির সঙ্গে যুক্ত সব ‘প্রডিউসার’ বা ‘প্রডিউসড বাই’ ট্যাগধারী ব্যক্তিকে ফর্মে সই করতে হবে। এর ফলে অস্কার মনোনয়ন বা পুরস্কার পেতে হলে কে উপযুক্ত, তা নিয়ে বিভ্রান্তির সুযোগ থাকবে না।
এছাড়া, কিছু বিভাগে রয়েছে আলাদা বা অতিরিক্ত জমা শর্ত ও সময়সীমা। যেমন: অ্যানিমেটেড ফিচার ও শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিচার ও শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, আন্তর্জাতিক ফিচার ফিল্ম, মূল সঙ্গীত ও গান, ভিজ্যুয়াল ইফেক্টস ইত্যাদি।
চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সময়। সঠিকভাবে জমা প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হারানোর ঝুঁকি থাকবে। তাই অ্যাকাডেমি কর্তৃপক্ষ সময়মতো আবেদন করতে ও নিয়ম মেনে চলতে আহ্বান জানিয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালের অস্কার প্রতিযোগিতা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে বলে আশা করা যাচ্ছে।