রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পূর্বনির্ধারিত লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সমাবেশ স্থগিত করেছে।
সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত এবং বহু মানুষ আহত হন।
এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের জানান, মঙ্গলবার লক্ষ্মীপুর ও নোয়াখালীতে যে দুটি গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে।
জুলাই মাসজুড়ে এনসিপি “জাতি গঠনে জুলাই মিছিল” কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি জেলায় এই সমাবেশগুলো আয়োজন করছে। কিন্তু মানবিক দিক বিবেচনায় এনে দলটি তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এক বিবৃতিতে বলেন, “উত্তরায় ঘটে যাওয়া এই দুর্বিষহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। জাতির সকল মানুষের উচিত এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো।”
যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, “দলের কিছু নেতা নোয়াখালীতে অবস্থান করছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।”
দলীয় সূত্রে জানা যায়, আহতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি রক্তদান ও অন্যান্য সহযোগিতায় নেতাকর্মীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির এই মানবিক পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে দলটি তার রাজনৈতিক কর্মসূচিকে মানুষের দুঃখ-কষ্টের প্রেক্ষিতে সাময়িকভাবে পিছিয়ে দিয়ে একটি দায়িত্বশীল নজির স্থাপন করেছে বলে অনেকে মনে করছেন।