Tuesday, July 22, 2025
Homeজাতীয়উত্তরার দুর্ঘটনায় শোক প্রকাশ জাপানি দূতাবাসের, আহতদের দ্রুত সুস্থতা কামনা

উত্তরার দুর্ঘটনায় শোক প্রকাশ জাপানি দূতাবাসের, আহতদের দ্রুত সুস্থতা কামনা

বাংলাদেশের পাশে থাকার বার্তা জাপানি চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি টাকাহাশির

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি টাকাহাশি।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, “বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহানুভূতি। আমাদের চিন্তা ও প্রার্থনা নিহতদের স্বজন, বন্ধু ও আহতদের সঙ্গে রয়েছে।”

তিনি আরও জানান, মাইলস্টোন স্কুল ও কলেজের সঙ্গে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা সম্প্রতি ‘ফার্স্ট পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা’ আয়োজন করেছে। প্রতিষ্ঠানটি জাপানের জন্য বিশেষ গুরুত্ববহ বলে উল্লেখ করেন তিনি।

টাকাহাশি বলেন, “এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে রয়েছি। আমরা কর্তৃপক্ষ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট সকলের তৎপরতা ও দায়িত্বশীলতাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

আরও পড়ুন: উত্তরায় বিমান দুর্ঘটনায় ৭ শিশুর মরদেহ শনাক্তের অযোগ্য, ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিতের চেষ্টা

প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়। এতে অন্তত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আন্তর্জাতিক মহল থেকেও এই মর্মান্তিক ঘটনায় শোক জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাপান সরকারের পক্ষ থেকে এই বার্তা বাংলাদেশের প্রতি এক সহানুভূতিশীল অবস্থানকে তুলে ধরেছে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News