বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই এবং জামায়াতে ইসলামি সব ধরনের উগ্রপন্থার বিরুদ্ধে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবার জন্য সমান অধিকার থাকবে এবং তা সম্ভব হবে সুপ্রতিনিধিত্বমূলক (PR) নির্বাচনী ব্যবস্থা ছাড়া নয়।’’
সমাবেশে তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের ভেতর থাকা কয়েকটি রাজনৈতিক দল একক সিদ্ধান্তে আগ্রহী নয়, তারা চুক্তিতে আসতে চায় না।
ড. তাহের আরও বলেন, ‘‘জামায়াত এমন একটি রাজনৈতিক দল যা সব শ্রেণির মানুষের জন্য। এ দল কোনো ধরনের সন্ত্রাস বা সহিংসতাকে প্রশ্রয় দেয় না। আগামী নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, তারাই বিজয়ী হবে। চাঁদাবাজদের ওপর নয়, বরং জনগণের শক্তির ওপর নির্ভর করে এগিয়ে যাবে বাংলাদেশ।’’
তিনি সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘‘বর্তমান সংকট কাটিয়ে উঠতে আমাদের একযোগে কাজ করতে হবে।’’
ড. তাহেরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষত উগ্রবাদ ও নির্বাচন ব্যবস্থা নিয়ে তার সরাসরি মন্তব্য নানা মহলে প্রশংসিত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশটি জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।