Sunday, July 20, 2025
Homeআন্তর্জাতিকপাহালগাম হামলার জন্য অভিযুক্ত TRF–কে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা, পাকিস্তানের আপত্তি

পাহালগাম হামলার জন্য অভিযুক্ত TRF–কে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা, পাকিস্তানের আপত্তি

যুক্তরাষ্ট্রের ঘোষণার পরদিনই তদন্তকে ‘অনির্ধারিত’ দাবি করে বিবৃতি দিল ইসলামাবাদ

ভারতের জম্মু–কাশ্মীরে ভয়াবহ পাহালগাম হামলার দায় স্বীকারকারী সংগঠন The Resistance Front (TRF)–কে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার একদিন পরেই পাকিস্তান এই পদক্ষেপের সমালোচনা করেছে। ইসলামাবাদ জানিয়েছে, এই হামলার তদন্ত এখনো ‘অনির্ধারিত’ রয়েছে এবং TRF–এর সঙ্গে লস্কর–ই–তাইয়্যেবা (LeT)–এর কোনো সংযোগ নেই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ঘোষণা দেন, TRF–কে Foreign Terrorist Organization (FTO) ও Specially Designated Global Terrorist (SDGT) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে সংগঠনটি আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়বে এবং যুক্তরাষ্ট্রের অধীনস্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সহায়তা নিতে পারবে না।

২০২৪ সালের ২২ এপ্রিল পাহালগামে সংঘটিত সশস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যা ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতে সবচেয়ে ভয়াবহ বেসামরিক হত্যাযজ্ঞ হিসেবে বিবেচিত হচ্ছে। TRF হামলার দায় স্বীকার করে।

এই ঘোষণার পরদিন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বোচ্চ সহনশীলতা দেখায় না। আমরা সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা জানাই এবং আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করি। পাকিস্তান দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফ্রন্টলাইন রাষ্ট্র হিসেবে কাজ করছে।”

আরও পড়ুন: TRF-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের, ভারত বলল ‘জিরো টলারেন্স ফর টেররিজম’

বিবৃতিতে আরও দাবি করা হয়, “পাহালগাম হামলার তদন্ত এখনো চূড়ান্ত নয়। LeT–এর সঙ্গে TRF–এর যেকোনো সংযোগ মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।” তারা বলে, LeT পাকিস্তানে নিষিদ্ধ একটি সংগঠন এবং সংশ্লিষ্ট সব নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে।

এছাড়া, পাকিস্তান নিজেকে ‘সন্ত্রাসবিরোধী প্রতিরোধের দুর্গ’ হিসেবে দাবি করে বলে, “আন্তর্জাতিক সম্প্রদায়কে অবজেক্টিভ ও বৈষম্যহীন নীতি গ্রহণ করতে হবে।”

উল্লেখ্য, ভারত ২০২৩ সালের জানুয়ারিতে Unlawful Activities Prevention Act (UAPA) অনুযায়ী TRF–কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। সাউথ এশিয়া টেররিজম পোর্টালের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সামাজিক মাধ্যমে নিজেদের অস্তিত্ব ঘোষণা করার পর TRF জম্মু–কাশ্মীরজুড়ে একাধিক হামলার দায় স্বীকার করে, যার মধ্যে ছিল শ্রীনগরে গ্রেনেড হামলা ও ২০২১ সালের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড।

নয়াদিল্লি কয়েকবার জাতিসংঘের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটির কাছে TRF–কে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আবেদন জানায় এবং মে ও নভেম্বর ২০২৪ সালে এই বিষয়ে তথ্য সরবরাহ করে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার পর দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

RELATED NEWS

Latest News