Sunday, July 20, 2025
Homeখেলাধুলাফুটবল কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, ট্রফি ও মেডেল নিয়ে পালাল চোর

ফুটবল কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, ট্রফি ও মেডেল নিয়ে পালাল চোর

ভোররাতে মুখোমুখি অবস্থায় চোরকে দেখে ফেলেন ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কাসি এলাকায় নিজের ভিলায় ভোররাতে চোরের মুখোমুখি হন ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি। ঘটনার সময় মুখোশ পরা একজন চোর তাঁর বাড়ির বাগানে ঢুকে পড়ে এবং কিছু মূল্যবান ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যায়। ফ্রান্সের জাতীয় সংবাদ সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত সংশ্লিষ্ট এক সূত্র।

৭০ বছর বয়সী প্লাতিনি শুক্রবার সকালে বাড়ির ভেতর শব্দ শুনে বাগানের দিকে গেলে মুখোমুখি হন কালো মুখোশধারী একজন চোরের। মুহূর্তেই পালিয়ে যায় ওই ব্যক্তি। চোর তার সঙ্গে নিয়ে যায় প্লাতিনির অর্জিত বেশ কিছু ট্রফি ও পুরস্কারপত্র।

মিশেল প্লাতিনি ফ্রান্স জাতীয় দলের হয়ে ৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত টানা তিন বছর ব্যালন ডি’অর জয় করেন। তিনি ছিলেন ইউরোপীয় ফুটবলের অন্যতম সফল মিডফিল্ডার।

১৯৮২ ও ১৯৮৬ সালের বিশ্বকাপে ফ্রান্সের সেমিফাইনালে পৌঁছানোর পেছনেও প্লাতিনির ছিল গুরুত্বপূর্ণ অবদান। খেলোয়াড়ি জীবন শেষে ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন UEFA-র সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

পরবর্তীতে FIFA-এর তৎকালীন সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে একটি অর্থ কেলেঙ্কারির মামলায় জড়িয়ে পড়েন প্লাতিনি। তবে চলতি বছরের মার্চে তিনি আদালত থেকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে খালাস পান।

এখন পর্যন্ত ঘটনার তদন্ত চলছে। চোরের সন্ধানে স্থানীয় পুলিশ অভিযান চালাচ্ছে।

প্লাতিনির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন কাসি অঞ্চলের স্থানীয় বাসিন্দারা।

RELATED NEWS

Latest News