Saturday, July 19, 2025
Homeবিনোদনভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়নের বিচারক হিসেবে থাকছেন আলেকজান্ডার পেইন ও বিশ্বখ্যাত...

ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়নের বিচারক হিসেবে থাকছেন আলেকজান্ডার পেইন ও বিশ্বখ্যাত নির্মাতারা

এবারের ৮২তম আসরে মূল প্রতিযোগিতা, হরাইজনস এবং অভিষেক বিভাগে দায়িত্বপ্রাপ্ত বিচারকদের নাম ঘোষণা

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরের মূল প্রতিযোগিতার বিচারক প্যানেল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবারের উৎসবে সেরা চলচ্চিত্র বিভাগে গোল্ডেন লায়ন পুরস্কার নির্বাচনের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী পরিচালক আলেকজান্ডার পেইনসহ বিশ্বের নানা দেশের খ্যাতিমান নির্মাতা, অভিনেতা এবং সমালোচকরা।

মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক বোর্ডের সভাপতি হিসেবে থাকছেন The Holdovers, Sideways এবং Nebraska খ্যাত দুইবারের অস্কার বিজয়ী পরিচালক আলেকজান্ডার পেইন। তিনি এর আগে ২০১৭ সালে ভেনিসে Downsizing ছবিটি উপস্থাপন করেছিলেন।

এছাড়া এবারের মূল বিচারকদের তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী ফারনান্দা তোরেস, ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার স্তেফান ব্রিজে (At War), ইতালিয়ান নির্মাতা মাউরা দেলপেরো (Vermiglio), পাম দ’ওরজয়ী রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউ (4 Months, 3 Weeks and 2 Days) এবং চীনা অভিনেত্রী ঝাও তাও (Ash Is the Purest White)।

এই বিচারকরা গোল্ডেন লায়ন ছাড়াও সিলভার লায়ন গ্র্যান্ড জুরি প্রাইজ, সেরা পরিচালকের জন্য সিলভার লায়ন, কপা ভলপি পুরস্কার (সেরা অভিনেতা ও অভিনেত্রী), সেরা চিত্রনাট্য, বিশেষ জুরি পুরস্কার এবং তরুণ অভিনেতা বা অভিনেত্রীর জন্য মার্সেলো মাস্ত্রোয়ান্নি পুরস্কার নির্ধারণ করবেন।

পাশাপাশি উৎসবের হরাইজনস (Orrizonti) বিভাগের বিচারকদের নামও ঘোষণা করা হয়েছে। এই বিভাগের নেতৃত্বে থাকবেন ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার জুলিয়া ডুকুরনো। তার সঙ্গে থাকবেন ইতালিয়ান পরিচালক ও ভিডিও শিল্পী ইউরি আঙ্কারানি, আর্জেন্টাইন চলচ্চিত্র সমালোচক ফার্নান্দো এনরিক জুয়ান লিমা, অস্ট্রেলিয়ান পরিচালক শ্যানন মারফি এবং মার্কিন শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা রামেল রস।

অন্যদিকে নতুন পরিচালকদের জন্য “লুইজি ডি লরেন্তিস” বিভাগে অভিষেক চলচ্চিত্র পুরস্কারের বিচারক বোর্ডের সভাপতি হিসেবে থাকছেন স্কটিশ নির্মাতা শার্লট ওয়েলস। তার সঙ্গে থাকবেন ফরাসি-তিউনিসীয় পরিচালক ও প্রযোজক এরিজ সেহিরি এবং ইতালিয়ান পরিচালক সিলভিও সোলদিনি।

ভেনিস চলচ্চিত্র উৎসব ২০২৫ আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বের নানা প্রান্তের নবীন ও অভিজ্ঞ নির্মাতাদের সিনেমা নিয়ে এ আয়োজন প্রতিবারের মতো এবারও চলচ্চিত্রপ্রেমীদের কাছে এক অভিজাত প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকরা।

RELATED NEWS

Latest News