ঢাকার সুত্রাপুরে গ্যাস বিস্ফোরণে আহত দুই ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন রোকন এবং তামিম পেদা। রোকনের শরীরের ৬০ শতাংশ ও তামিমের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল। রোকন বুধবার ভোর রাত ২টা ৪৫ মিনিটে এবং তামিম সকাল ৮টা ১৫ মিনিটে আইসিইউতে মারা যান।
গত শুক্রবার রাত ১টার দিকে সুত্রাপুরের কাগজী টোলা এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
এদের মধ্যে এক বছরের শিশু আয়েশা সোমবার ঢামেকে মারা যায়। বর্তমানে রীপন পেদা (৬০ শতাংশ দগ্ধ) এবং তাঁর স্ত্রী চাঁদনী (৪৫ শতাংশ দগ্ধ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে গ্যাস লিকেজকে দায়ী করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে পরিবারটি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সুত্রাপুর এলাকাজুড়ে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়নি বলেও জানা গেছে।