Thursday, July 17, 2025
Homeজাতীয়গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে অবরোধ

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে অবরোধ

ঢাকা-বরিশাল মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধে যান চলাচলে বিঘ্ন, এনসিপি নেতারা বিচারের দাবি জানিয়েছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে বরিশালের নাথুল্লাবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অবরোধে সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

এনসিপির বরিশাল অঞ্চলের নেতা সাইফুল ইসলাম বলেন, “গোপালগঞ্জে আমাদের জাতীয় নেতাদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই কর্মসূচি। আমরা এ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে বিচার চাই।”

একই দাবিতে মাদারীপুরেও ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরাও পৃথকভাবে অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীনস্থ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার বলেন, “বিক্ষোভকারীরা বিকেল ৫টা ৪৫ মিনিটের পর রাস্তা থেকে সরে যায়। বর্তমানে নাথুল্লাবাদে আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে এবং যান চলাচল স্বাভাবিকভাবে চলছে।”

গোপালগঞ্জের ঘটনার পর থেকে এনসিপি নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীরা এসব হামলার জন্য দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।

RELATED NEWS

Latest News