Wednesday, July 2, 2025
Homeজাতীয়ধানমণ্ডিতে ‘মব’ নিয়ন্ত্রণে সাহসিকতার জন্য ওসি পুরস্কৃত, এনসিপি নেতাকে কারণ দর্শাও

ধানমণ্ডিতে ‘মব’ নিয়ন্ত্রণে সাহসিকতার জন্য ওসি পুরস্কৃত, এনসিপি নেতাকে কারণ দর্শাও

রাজধানীর ধানমণ্ডিতে হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসার সামনে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মব’ নিয়ন্ত্রণে সাহসিকতা প্রদর্শনের জন্য ধানমণ্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমাকে পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নিজ কার্যালয়ে ওসিকে এই পুরস্কার প্রদান করেন। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, “পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে উত্তেজিত জনতা নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করায় ওসি ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।”

সোমবার রাতে আন্দোলনকারীদের একটি দল হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসার সামনে ভিড় করে। তারা অভিযোগ করে, সেখানে ‘আওয়ামী লীগের দোসর’ অবস্থান করছে এবং পুলিশের কাছে তাকে গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশের উপস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে ওসির বাগবিতণ্ডার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মঙ্গলবার ওই তিনজনকে ছাড়িয়ে আনেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

তবে আন্দোলনকারীদের ছাড়িয়ে আনার ঘটনায় দলীয় সমালোচনার মুখে পড়েন হান্নান মাসউদ। এনসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।

নোটিসে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সেই ব্যক্তি ও আরও দুজনকে থানায় গিয়ে ছাড়িয়ে আনা সাংগঠনিক শৃঙ্খলার লঙ্ঘন।

তিনদিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।

ছাড়া পাওয়া তিনজন হলেন

  • সাইফুল ইসলাম রাব্বী (২৬), পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও মোহাম্মদপুর থানার আহ্বায়ক
  • ফারহান সরকার দীনা (২৬), একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র
  • মোহাম্মাদউল্লাহ জিসান (২৪), মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী এবং পুলিশের ট্রাফিক বিভাগে সহায়ক

ঘটনাটি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। কেউ কেউ পুলিশের দক্ষতা ও শান্তিপূর্ণ নিয়ন্ত্রণের প্রশংসা করলেও, আন্দোলনের নেতাদের দ্রুত ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি ও সমালোচনা বাড়ছে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • এনসিপি

RELATED NEWS

Latest News