মুম্বাই বিমানবন্দরে সোমবার ভোরে আকাশা এয়ারের একটি বোয়িং ৭৩৭ বিমানকে ধাক্কা দেয় একটি কার্গো ট্রাক। এয়ারলাইন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
আকাশা এয়ারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানবন্দরে পার্ক করা অবস্থায় একটি তৃতীয় পক্ষের গ্রাউন্ড হ্যান্ডলারের পরিচালিত কার্গো ট্রাকটি তাদের বিমানে ধাক্কা দেয়।
বিবৃতিতে বলা হয়েছে, “ঘটনার পর বিমানটিকে পরিপূর্ণভাবে পরিদর্শন করা হচ্ছে এবং তৃতীয় পক্ষের গ্রাউন্ড হ্যান্ডলারের সঙ্গে মিলে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।”
সূত্র জানিয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি বেঙ্গালুরু থেকে একটি ফ্লাইট পরিচালনা করে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে এবং নির্ধারিত স্থানে অবস্থান করছিল। ঠিক তখনই এই দুর্ঘটনাটি ঘটে।
তবে এতে কোনো যাত্রী বা বিমানবন্দরের কর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিমানটির নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটি ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে না বলে জানা গেছে।
এ ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছে।