রাজধানীর ভাটারা এলাকায় গণআন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় চিত্রনায়িকা আপু বিশ্বাস জামিন পেয়েছেন।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ জামিন মঞ্জুর করেন। আপু বিশ্বাস আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, চলতি বছরের ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন আপু বিশ্বাস।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই ঢাকার ভাটারা এলাকায় গণআন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নামেন এনামুল হক।
পরে আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি পরে চিকিৎসা গ্রহণ করেন এবং সুস্থ হয়ে আদালতে মামলা করেন।
এ মামলায় ২৮৩ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে বরখাস্তকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ করা হয়েছে।
আদালতে মামলার শুনানিতে আপু বিশ্বাসের পক্ষে জামিন চেয়ে যুক্তি উপস্থাপন করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন।
এ ঘটনায় তদন্ত চলছে এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।