বিশ্বব্যাংক বাংলাদেশের চলমান প্রকল্প ও বাজেট সহায়তায় তাদের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট্টের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “বিশ্বব্যাংক বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে, আর্থিক খাত, বৈদেশিক মুদ্রা খাত এবং ব্যালেন্স অব পেমেন্ট পরিস্থিতি ইতিবাচকভাবে এগোচ্ছে।”
বৈঠকে জুট্ট বাংলাদেশের অবকাঠামো খাতে অগ্রগতি, বিশেষ করে মেট্রোরেলের উন্নয়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি তার ১৫ বছর আগের বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে বলেন, বাংলাদেশে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
সালেহউদ্দিন বলেন, “বিশ্বব্যাংক জানিয়েছে তারা বাংলাদেশে প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তারা বেসরকারি খাতের উন্নয়ন ও সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিচ্ছে।”
তিনি আরও বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাত পুনর্গঠনের উদ্যোগ, এনবিআর সংস্কার এবং সামগ্রিক আর্থিক খাতের পরিবর্তন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।
মার্কিন শুল্ক নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, বাণিজ্য উপদেষ্টা ওয়াশিংটন সফর শেষে এ বিষয়ে ব্রিফ করবেন। তার রিপোর্টের ভিত্তিতে কর নীতিতে যেসব পরিবর্তন প্রয়োজন, তা পর্যালোচনা করা হবে।
বৈঠকে চট্টগ্রাম বন্দর ও লালদিয়া কন্টেইনার টার্মিনাল নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ দুটি খাতে বিশ্বব্যাংক অবকাঠামোগত সহায়তা বাড়াবে বলে আশ্বাস দিয়েছে।
আগামী অক্টোবরে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বার্ষিক সম্মেলনে নতুন সহায়তা চক্র নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট্ট শনিবার ঢাকায় পৌঁছান।