Monday, July 14, 2025
Homeজাতীয়গত ১৮ বছরে দেশে আসলে কোনো জঙ্গিবাদ ছিল না: ডিআইজি মাল্লিক

গত ১৮ বছরে দেশে আসলে কোনো জঙ্গিবাদ ছিল না: ডিআইজি মাল্লিক

শরীয়তপুরে সন্ত্রাসবিরোধী সভায় বক্তব্যে জঙ্গিবাদের হুমকিকে ‘নাটক’ বলে অভিহিত করলেন পুলিশ কর্মকর্তা

পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম মাল্লিক বলেছেন, গত ১৮ বছরে বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো জঙ্গিবাদ ছিল না। তিনি এটিকে ‘নাটক’ হিসেবে উল্লেখ করেছেন।

রোববার শরীয়তপুর পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত সন্ত্রাসবিরোধী নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডিআইজি মাল্লিক বলেন, “গত ১৮ বছরে দেশে জঙ্গিবাদ ছিল না, এটি একটি নাটক ছিল মাত্র। প্রকৃত অর্থে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ঘটেনি।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর একটি নতুন বাংলাদেশ পাওয়া গেছে এবং সেই চেতনা অনুসরণ করেই একটি উন্নত দেশ গড়তে কাজ করছে পুলিশ প্রশাসন।

সভার বক্তব্যে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত শরীয়তপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, শরীয়তপুর ও মাদারীপুর জেলার প্রতিটি থানার ওসি এবং পুলিশ কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা চাই সবাই আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবেন।”

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ কর্মকর্তা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ থেকে সন্ত্রাস ও অপরাধ দূরীকরণে পুলিশের ভূমিকাকে আরও জোরালো করার আহ্বান জানান।

ডিআইজি মাল্লিকের মন্তব্যের পর সমাজের বিভিন্ন স্তরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারিভাবে এই বক্তব্যের পক্ষে বা বিপক্ষে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

RELATED NEWS

Latest News