Monday, July 14, 2025
Homeখেলাধুলাক্রিকেটদাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানের বড় জয় বাংলাদেশের

দাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানের বড় জয় বাংলাদেশের

লিটনের ঝলক ও রিশাদের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারাল টাইগাররা

দাম্বুলায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এখন দুই দলই ১-১ সমতায়।

কাপ্তান লিটন দাস নেতৃত্ব দিলেন সামনে থেকে। ৫০ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেন এবং পরে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন নিখুঁতভাবে। ম্যাচসেরা হয়েছেন তিনিই। বল হাতে রিশাদ হোসেন ছিলেন অনবদ্য, ৩.২ ওভারে ১৮ রানে নিলেন ৩ উইকেট। পুরো শ্রীলঙ্কা দল গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে, ১৫.২ ওভারে।

লিটনের ইনিংসে ছিল এক চারের সঙ্গে পাঁচটি ছক্কা। ১২তম টি২০ ফিফটির মাইলফলক ছুঁয়ে যান তিনি। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ওভারেই শূন্য রানে ফিরে যান পারভেজ হোসেন ইমন। এরপর তানজিদ হাসান তামিম ৫ রানে ফিরলে চাপ বেড়ে যায়।

তবে তৃতীয় উইকেটে লিটন ও তৌহিদ হৃদয়ের ৬৯ রানের জুটি ইনিংসকে স্থিরতা দেয়। হৃদয় করেন ২৫ বলে ৩১ রান। ৭৮ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাটিং অর্ডারে প্রাণ ফেরান শামিম পাটোয়ারি। ২৬ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে দলকে পৌঁছে দেন ১৭৭ রানে।

শ্রীলঙ্কার বোলিংয়ে বিনুরা ফার্নান্দো ৩১ রানে নেন ৩ উইকেট। তবে শেষদিকে রান গতিতে বাংলাদেশের ব্যাটাররা পুরো ছন্দে ফেরেন।

জবাবে ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিল না শ্রীলঙ্কা। প্রথম থেকেই চাপে পড়ে যায় দলটি। কেবল পাথুম নিসাঙ্কা (৩২) ও দাসুন শানাকা (২০) ছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের পক্ষে রিশাদের সঙ্গে শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট।

মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট পাওয়া না গেলেও চাপ ছিল নিরবিচারে।

প্রথম ম্যাচে ৭ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে এমন দাপুটে জয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ। এখন লক্ষ্য তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার, কলম্বোতে।

RELATED NEWS

Latest News