Sunday, July 13, 2025
Homeজাতীয়চকবাজারে হত্যা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ ও শাস্তির দাবি

চকবাজারে হত্যা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ ও শাস্তির দাবি

ত্বরিত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পুরান ঢাকার চকবাজারে ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলটি ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকা থেকে শুরু হয়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এরপর ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জবি ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “চকবাজারে যা ঘটেছে তা কোনো সভ্য সমাজে কল্পনাতীত। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

তিনি আরও বলেন, “খুলনায় যুবদল কর্মীর রগ কেটে হত্যা করা হয়েছে। আরেকটি ঘটনায় ৭৪ বছর বয়সী এক ইমামকে মসজিদের ভেতরে খুতবা অপছন্দ করায় পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ তিনি মারা গেছেন। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

ছাত্রদল নেতা হিমেল আরও বলেন, “অপরাধী অপরাধীই, সে যেই রাজনৈতিক দলের হোক না কেন। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমরা ন্যায়বিচার চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অপরাধীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে প্রশ্রয় পাচ্ছে। আমরা এ ধরনের অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাই।”

সমাবেশে উপস্থিত নেতারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অপরাধের মাত্রা যেভাবে বাড়ছে, তা রোধে সরকারের কার্যকর ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ আতঙ্কিত। ছাত্রদল জনগণের পক্ষে থেকে অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাবে বলে জানান তারা।

RELATED NEWS

Latest News