Saturday, July 12, 2025
Homeজাতীয়মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, জুলাই আন্দোলনের হুঁশিয়ারি জবি শিক্ষার্থীদের

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, জুলাই আন্দোলনের হুঁশিয়ারি জবি শিক্ষার্থীদের

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে শ্লোগান, জুলাই আন্দোলনের পুনরাবৃত্তির হুঁশিয়ারি

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। একইসঙ্গে, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে রায় সাহেব বাজার, তাতীবাজার, নয়াবাজার এবং মিটফোর্ড হাসপাতাল প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ভাষা শহীদ রফিক ভবনের সামনে শেষ হয়। সমাপনী সমাবেশে বক্তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “৫ আগস্টের পর আমরা একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু শেখ হাসিনার বিদেশ সফরের পরদিন থেকেই চাঁদাবাজি শুরু হয়েছে। প্রয়োজনে আবারও জুলাই আসবে।”

বিএগচাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. নুর নবী বলেন, “এই পাথর আমার ভাইয়ের গায়ে নয়, মনে হয় নিজের বুকে এসে পড়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেমন বিশ্বজিতকে হত্যা করা হয়েছিল, মিটফোর্ডেও ঠিক তেমন ঘটনা ঘটেছে। দশ মাস পার হয়নি, নিজেদের লোককে নিজেরাই হত্যা করছে। আমরা আগেও প্রতিরোধ করেছি, এবারও করব।”

জবি শাখা বিএগচাসের আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস চেয়েছিলাম। কিন্তু আমাদের সহযোদ্ধারা আক্রান্ত হলে আমরা চুপ করে থাকব না। দেশের সর্বত্র যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, তা আমরা মেনে নেব না।”

ইসলামী ছাত্র শিবিরের শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরিফ প্রশ্ন রাখেন, “৯ জুলাইয়ের ভিডিও কেন ১১ জুলাই প্রকাশ পেল? মিডিয়া কী লুকাতে চায়?”

ছাত্র অধিকার পরিষদের শাখা সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, “এক বছরের মধ্যে প্রকাশ্যে পাথর দিয়ে মানুষ হত্যা হচ্ছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা জুলাইকে সহ্য করতে পারে না। বিএনপি যদি এর সঠিক তদন্ত না করে, তাহলে তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে।”

সমাবেশে বক্তারা সোহাগ হত্যার বিচার দাবি করেন এবং সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন, চাঁদাবাজির বিরুদ্ধে এবারও প্রয়োজনে আন্দোলনের ধারাবাহিকতা ফিরে আসবে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News