Tuesday, July 1, 2025
Homeজাতীয়উদ্বোধনের আড়াই বছরেই ধসে পড়ল তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সংযোগ সড়ক

উদ্বোধনের আড়াই বছরেই ধসে পড়ল তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সংযোগ সড়ক

নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক উদ্বোধনের আড়াই বছরেই ধসে পড়েছে। শুক্রবার রাতের ভারী বর্ষণের পর সেতুর সৈয়দপুর অংশে সড়কের কার্পেটিংয়ের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্ত তৈরি হয়। ৬০৮ কোটি টাকার এই প্রকল্পে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সেতু নির্মাণে মান বজায় রাখা হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কলাগাছিয়া এলাকার বাসিন্দা আশরাফুল নীরব বলেন, “এই ব্রিজ উদ্বোধনের আগে তাড়াহুড়ো করা হয়েছে। ঠিকমতো মাটি বসানো হয়নি বলেই এখন এই অবস্থা।”

সৈয়দপুরের বাসিন্দা জসীম উদ্দিন বলেন, “মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর সঙ্গে তুলনা করলে দেখা যায়, এত বছরে তার রাস্তায় এমন ভাঙন দেখা যায়নি। কিন্তু এই সেতু উদ্বোধনের তিন বছরও হয়নি, তার আগেই ধসে পড়ল।”

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ধসে যাওয়া অংশে দুই ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। সড়কচারি লাল কাপড় দিয়ে চালকদের সতর্ক করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্রুত সংস্কার না করা হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায়, ২০১০ সালে একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পটি সৌদি উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত হয়। মাঝখানে ঠিকাদার ও পরামর্শক নিয়োগ নিয়ে জটিলতায় পড়ে প্রকল্পটি। ২০১৮ সালের জানুয়ারিতে কাজ শুরু হয়ে ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয়। তখনকার এমপি প্রয়াত নাসিম ওসমানের নামে সেতুটির নামকরণ হলেও পরে স্থানীয়দের অনুরোধে তা বদলে তৃতীয় শীতলক্ষ্যা সেতু রাখা হয়।

সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. আল রাজী লিয়ন বলেন, “সেতুর ওপর পানি নিষ্কাশনের পাইপের মুখ স্থানীয়রা বন্ধ করে দিয়েছে। ফলে পানি সরতে না পেরে ভারী বর্ষণে সড়কের একাংশ ভেঙে গেছে। দ্রুত সংস্কারের মাধ্যমে চলাচল উপযোগী করে তোলা হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্পে নির্মাণ মান বজায় রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা না হলে এমন বিপর্যয় ঘটতেই পারে। সেতুর সংযোগ সড়ক ধসের বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে এবং কার্যকর সমাধান নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

RELATED NEWS

Latest News