Friday, July 18, 2025
Homeরাজনীতিসংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে জনগণ মানবে না: নাহিদ ইসলাম

সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে জনগণ মানবে না: নাহিদ ইসলাম

যশোরে সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলামের হুঁশিয়ারি, ‘বিচার ছাড়া নির্বাচন মানে ষড়যন্ত্র’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বিচার ও সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে দেশের জনগণ তা মেনে নেবে না।” শুক্রবার যশোরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

যশোরে এনসিপির সড়ক পদযাত্রা চলাকালে এই সমাবেশে বক্তব্য দেন তিনি।

নাহিদ বলেন, “যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন করতে চায়, আসলে তারাই নির্বাচনী ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্র রুখে দিতেই আন্দোলনে নেমেছে তরুণ নেতৃত্ব।”

তিনি বলেন, তারা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়তে চান, যা বিচারভিত্তিক এবং দুর্নীতি ও বৈষম্যবিরোধী হবে।

তার ভাষায়, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সকল মত ও দলের, সকল ধর্ম-বর্ণ-লিঙ্গের মানুষের অধিকার বাস্তবায়িত হবে। আমরা সেই মানুষ হতে চাই যে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকবে এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

তিনি আরও অভিযোগ করেন, গত ৫৪ বছরে দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকীকরণ করা হয়েছে। “এই প্রক্রিয়া আর চলতে দেওয়া হবে না। আমরা চাই পুলিশ, প্রশাসনসহ সব প্রতিষ্ঠান জনগণের হোক, কোনো রাজনৈতিক দলের নয়,” বলেন তিনি।

নাহিদ ইসলাম দাবি করেন, গত ১৬ বছরে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি রাজনৈতিক প্রভাবের শিকার হয়েছে। এর ফলে এটি জনগণের ভোটাধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে।

“এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, যাতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যায়,” বলেন তিনি।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে নাহিদ বলেন, “আমরা ইতোমধ্যে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। সামনে তাদের বিরুদ্ধে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।”

এনসিপি নেতারা মনে করেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের চেষ্টা জনগণের সঙ্গে প্রতারণা, যা কখনো সফল হবে না।

RELATED NEWS

Latest News