ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমার হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়। শুক্রবার বিকেলে এই ঘটনার পরপরই জরুরি ব্যবস্থা নেওয়া হয় এবং বিমানটিকে থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিএজি ৩৭৩ যখন বিকেল ৪টা ২৬ মিনিটে রানওয়ের দিকে ট্যাক্সি করছিল, তখন একটি অজ্ঞাত বোমার হুমকি আসে। ওই ফ্লাইটে ১৪২ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এক বিবৃতিতে জানায়, চেয়ারম্যানের নির্দেশে সঙ্গে সঙ্গেই জরুরি ব্যবস্থা কার্যকর করা হয়। বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে বিমানবাহিনী ও এভিয়েশন নিরাপত্তা কর্মীরা।
বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল, র্যাব এবং এপিবিএনের কুকুর স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। বিমানটি এবং তার মালামাল সম্পূর্ণভাবে স্ক্যান করা হয়।
সিএএবি নিশ্চিত করেছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সবাইকে দ্রুত সরিয়ে টার্মিনাল লাউঞ্জে নিয়ে যাওয়া হয় এবং নিরাপত্তা যাচাই শেষে তারা সুস্থ অবস্থায় ছিলেন।
তদন্তে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
সিএএবি আরও জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে।
এ বিষয়ে নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে তদন্ত চলছে। তবে কে বা কারা বোমার হুমকি দিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে লক্ষ্যে বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।