দীর্ঘ এক বছরের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আগামী ১০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে তাকে স্কোয়াডে রাখা হয়েছে।
এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি মনে করি, তার ফেরাটা খুবই যৌক্তিক। সে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি খেলছে, এবং আমাদের জন্য ব্যাটিং ও বোলিং দুই দিকেই অবদান রাখতে পারে।”
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এ ৯ ম্যাচে ১৫ উইকেট নেওয়ার সুবাদে সাইফউদ্দিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পান। সেখানে ৪ ম্যাচে ৮ উইকেট নিলেও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তার।
এরপর সময়টা ছিল বেশ জটিল। ‘এ’ দলে সুযোগ পেয়েও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নেন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেলেও ভিসা সমস্যার কারণে যেতে পারেননি। মানসিক ক্লান্তির কারণ দেখিয়ে ক্রিকেট থেকে দুই মাস বিরতিও নেন।
চলতি বছরের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ ইনিংসে ১২ উইকেট নেওয়া এবং ৮ ইনিংসে ১৫৮.৩১ স্ট্রাইকরেটে ১১১ রান করার পরেও বড় কোনও ইনিংস খেলতে পারেননি। তবে তাতেও নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি।
সাইফউদ্দিনের দলে ফেরায় অলরাউন্ডার পজিশনে একপ্রকার প্রতিযোগিতা তৈরি হয়েছে উদীয়মান তারকা তানজিম হাসান সাকিবের সঙ্গে। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে তানজিম ৬ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ২১ বলে অপরাজিত ৩৩ রান করেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে ৩১ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলে নজর কাড়েন তিনি।
এই প্রসঙ্গে লিটন দাস বলেন, “অনেক দিন ধরে বাংলাদেশ পেস অলরাউন্ডারের অভাব বোধ করছে। আমরা তানজিম সাকিবকে ওই রোলে নিতে চেষ্টা করছি। সে বেশ কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে। সাইফউদ্দিনও একই ক্যাটাগরির খেলোয়াড়। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং ও বোলিং দুইটাই দরকার। সিলেকশন প্যানেল ও টিম ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে আমরা সুযোগ দিতে চাই এবং তার পারফরম্যান্স দেখব।”
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই। এসব ম্যাচে সাইফউদ্দিন কেমন পারফর্ম করেন, তা এখন দেখার বিষয়।