বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে কমিশনের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
হাইকমিশনারের সঙ্গে ছিলেন কানাডার রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিস এবং কো-অপারেশন বিভাগের প্রধান স্টিফেন উইভার।
বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ ও জাতীয় সনদ খসড়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে বৈশ্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে কানাডীয় প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ও উদ্যোগকে সাধুবাদ জানায়।
তারা বলেন, সংলাপ ও জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে যেসব প্রচেষ্টা নেওয়া হচ্ছে তা প্রশংসনীয়।
তারা কমিশনের সঙ্গে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং গণতান্ত্রিক উন্নয়নে কানাডার সদিচ্ছা পুনর্ব্যক্ত করেন।