Thursday, July 10, 2025
Homeআন্তর্জাতিকগাজায় বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত, যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি নেই

গাজায় বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত, যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি নেই

বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের দিনে সংঘর্ষে নিহত ৫, দোহায় আলোচনা অব্যাহত

গাজা উপত্যকার উত্তরের বেইত হানুন এলাকায় সংঘর্ষ ও বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এটি চলতি বছরে গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য অন্যতম প্রাণঘাতী দিন হিসেবে চিহ্নিত হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, নিহত পাঁচ সেনার বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে দুইজনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, সেনারা বেইত হানুন এলাকায় পুঁতে রাখা বিস্ফোরকে পা দিলে প্রাণঘাতী ঘটনা ঘটে। আহতদের উদ্ধারে গেলে তারা গুলিবিদ্ধ হন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তিনি এক পোস্টে লেখেন, “আমাদের সাহসী সেনাদের মৃত্যুর খবরে ইসরায়েল শোকাহত। তাঁরা হামাসকে পরাজিত করতে ও জিম্মিদের মুক্ত করতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।”

ইসরায়েলি প্রেসিডেন্ট ইসহাক হারজোগও নিহত সেনাদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, “এই বেদনাদায়ক সংবাদ জাতির হৃদয় বিদীর্ণ করে।”

বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেন, “এই যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত। সেনাদের, তাদের পরিবার এবং গোটা ইসরায়েলের জন্য যুদ্ধ থামানো প্রয়োজন।”

হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন, “বেইত হানুনে আমাদের যোদ্ধারা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে। আমাদের প্রতিরোধ প্রতিদিন শত্রুর ওপর নতুন ক্ষয়ক্ষতি ডেকে আনবে।”

এদিকে কাতার মঙ্গলবার জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় আরও সময় প্রয়োজন। আলোচনায় যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর মধ্যস্থতা করছে।

সাম্প্রতিক আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। দোহায় এক ভবনের আলাদা কক্ষে বসে আলোচনা চালিয়ে যাচ্ছেন দুই পক্ষের প্রতিনিধি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ২০২৩ সালের ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া স্থল অভিযানে এখন পর্যন্ত তাদের ৪৫০ সেনা নিহত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২১৯ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক। এর জবাবে চালানো ইসরায়েলি অভিযানে গাজায় নিহত হয়েছে অন্তত ৫৭,৫৭৫ জন, যাদের বড় অংশও বেসামরিক নাগরিক।

জাতিসংঘ এই হতাহতের হিসাবকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করছে। গাজার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, দুই মিলিয়নের বেশি মানুষ চরম সংকটে রয়েছে।

বর্তমানে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়লেও আলোচনায় এখনো কোনো বড় ধরনের অগ্রগতি হয়নি।

RELATED NEWS

Latest News