Wednesday, July 9, 2025
Homeজাতীয়২০২৫ সালের অক্টোবর থেকে সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ

২০২৫ সালের অক্টোবর থেকে সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ

আগস্ট-সেপ্টেম্বরে প্রস্তুতির সময়, সচিবালয়কে পরিবেশবান্ধব করার ঘোষণা ক্যাবিনেট সচিবের

২০২৫ সালের ২ অক্টোবর থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (সিঙ্গেল-ইউজ প্লাস্টিক) ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। মঙ্গলবার (৯ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত “সচিবালয়ে টেকসই প্লাস্টিক ব্যবহার: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত ভবিষ্যৎ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসকে প্রস্তুতির সময় হিসেবে ধরা হবে এবং এই দুই মাসে কর্মকর্তা-কর্মচারীদের ধাপে ধাপে প্লাস্টিকের ব্যবহার কমাতে নির্দেশনা দেওয়া হবে। এ সময় সচিবালয়ে পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহার উৎসাহিত করা হবে।

ড. রশিদ বলেন, “প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এটি মোকাবেলায় আন্তর্জাতিকভাবে সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমাদের কাজ যেন শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলে।”

সেমিনারে সভাপতিত্ব করেন পরিবেশ সচিব ড. ফরহিনা আহমেদ। তিনি জানান, সচিবালয়কে প্লাস্টিক মুক্ত ও পরিবেশবান্ধব করতে পরিবেশ মন্ত্রণালয় শিগগিরই একটি কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. খায়রুজ্জামান মুজিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নাজরুল ইসলাম এবং ইউএনআইডিও-র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকী উজ জামান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিবরা অংশ নেন।

অনুষ্ঠানে সচিবালয়ে নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য ১৭টি প্লাস্টিক পণ্যের একটি চিত্রসহ তালিকা পরিবেশ সচিবের পক্ষ থেকে ক্যাবিনেট সচিবের হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে অংশগ্রহণকারী সচিবদের মাঝে পরিবেশবান্ধব বিকল্প পণ্য বিতরণ করা হয়।

সরকার ইতোমধ্যে ১৭টি পণ্যকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে প্লাস্টিক চামচ, চকলেটের মোড়ক, প্লাস্টিক আমন্ত্রণপত্র ও ব্যানার, স্টাইরোফোম খাবারের পাত্র, পাতলা প্লাস্টিকের মোড়ক, প্লাস্টিক বোতল ও ক্যাপ ইত্যাদি। পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে সরকার এসব পণ্যের ব্যবহার সীমিত করতে উদ্যোগ নিয়েছে।

সচিবালয়ে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধে বাংলাদেশ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

RELATED NEWS

Latest News