Wednesday, July 9, 2025
Homeখেলাধুলারিয়াল ছেড়ে মিলানে যাচ্ছেন লুকা মদ্রিচ, নিশ্চিত করলেন মিলান কোচ

রিয়াল ছেড়ে মিলানে যাচ্ছেন লুকা মদ্রিচ, নিশ্চিত করলেন মিলান কোচ

ক্লাব বিশ্বকাপ শেষে আগস্টে এসি মিলানে যোগ দেবেন ক্রোয়েশিয়ার এই অভিজ্ঞ মিডফিল্ডার

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ ক্লাব বিশ্বকাপ শেষে ইতালির ক্লাব এসি মিলানে যোগ দিচ্ছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটাই নিশ্চিত করেছেন এসি মিলানের প্রধান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।

আলেগ্রি বলেন, “সে আগস্টে আমাদের দলে যোগ দেবে। সে একজন অসাধারণ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই।”

৩৯ বছর বয়সী ক্রোয়েশিয়ান অধিনায়ক মদ্রিচ ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেন। ক্লাবটির সঙ্গে দীর্ঘ ১২ বছরের সম্পর্কের অবসান ঘটাতে চলেছেন তিনি। জুন মাসেই ঘোষণা দেন, মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে রিয়াল ছাড়বেন।

চলমান ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি)। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।

মদ্রিচের রিয়াল থেকে মিলানে যাত্রার খবরে উচ্ছ্বসিত এসি মিলান সমর্থকরা। অভিজ্ঞ এই মিডফিল্ডারের উপস্থিতি মধ্যমাঠে আক্রমণাত্মক কৌশলকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আলেগ্রিও নতুন মৌসুমে ফেরত এসেছেন এসি মিলানের কোচ হিসেবে। এর আগে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রথম দায়িত্ব পালনের সময় তিনি দলকে ২০১১ সালে সিরি আ শিরোপা জিতিয়েছিলেন।

এসি মিলান তাদের নতুন মৌসুম শুরু করবে ১৭ আগস্ট ইতালিয়ান কাপে অংশ নিয়ে। মদ্রিচের অন্তর্ভুক্তি দলটিকে নতুন প্রেরণা দেবে বলে ধারণা করা হচ্ছে।

রিয়াল মাদ্রিদের হয়ে মদ্রিচ একাধিক লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন এবং ২০১৮ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পান। তার নতুন ক্লাবের হয়ে অভিষেক ঘিরে ইতোমধ্যেই আলোচনার ঝড় বইছে ফুটবল মহলে।

RELATED NEWS

Latest News