Tuesday, July 8, 2025
Homeআন্তর্জাতিকইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল: ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান

ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল: ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান

যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলই হামলার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেন তেহরানের নতুন প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেস্কিয়ান বলেছেন, ইসরায়েল সম্প্রতি তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেছিল। সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তারা চেষ্টা করেছে। তারা সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।” পেজেস্কিয়ানের বক্তব্য ফারসি থেকে অনূদিত করে উপস্থাপন করা হয়।

তিনি জানান, “এটি যুক্তরাষ্ট্রের কাজ ছিল না। এটি ছিল ইসরায়েলের। আমি একটি বৈঠকে ছিলাম, তারা সেই এলাকায় বোমাবর্ষণের চেষ্টা করেছিল, যেখানে বৈঠকটি চলছিল।”

বলা হচ্ছে, ওই হামলার চেষ্টা সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটে যাওয়া ১২ দিনের যুদ্ধের সময় হয়।

চলতি বছরের ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর নজিরবিহীন বোমা হামলা চালায়, যাতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন।

এই হামলা এমন এক সময়ে চালানো হয়, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তুতি চলছিল। আলোচনার আনুষ্ঠানিক শুরুর দিন ছিল ১২ এপ্রিল।

ইরানের বিচার বিভাগ জানায়, সংঘাতে দেশটিতে ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছে।

এই যুদ্ধে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে এবং তারা ইরানের ফরদো, ইসফাহান ও নাটানজের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

সাক্ষাৎকারে পেজেস্কিয়ান আরও বলেন, ইরান আবারও পারমাণবিক আলোচনায় ফিরতে ইচ্ছুক, তবে এর জন্য বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে।

“আমরা আলোচনায় ফিরতে কোনো আপত্তি দেখছি না,” বলেন প্রেসিডেন্ট। “তবে একটি শর্ত আছে। আমরা কিভাবে নিশ্চিত হব যে আলোচনার মাঝপথে আবার ইসরায়েলকে আমাদের ওপর হামলার অনুমতি দেওয়া হবে না?”

তিনি আরও বলেন, আলোচনার জন্য বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট কাঠামো প্রয়োজন যাতে আস্থার সংকট কাটিয়ে ওঠা যায়।

RELATED NEWS

Latest News