Tuesday, July 8, 2025
Homeআন্তর্জাতিকট্রাম্পের শুল্ক হুমকিতে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা, প্রতিক্রিয়া দিলেন প্রেসিডেন্ট রামাফোসা

ট্রাম্পের শুল্ক হুমকিতে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা, প্রতিক্রিয়া দিলেন প্রেসিডেন্ট রামাফোসা

‘সহযোগিতা মানেই শাস্তি নয়’—ব্রিকসের বিরুদ্ধে মার্কিন অবস্থানে অসন্তোষ জানালেন রামাফোসা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকির কড়া সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতার নামে যদি কোনো দেশকে শাস্তি দেওয়া হয়, তবে সেটি হতাশাজনক।

সোমবার দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার মাধ্যম এসএবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে রামাফোসা বলেন, “ব্রিকস কোনো ক্ষমতাকেন্দ্রকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে চায় না। বরং বিশ্বে একাধিক ক্ষমতাকেন্দ্র গড়ে ওঠার পক্ষে আমরা কথা বলি। কেউ যদি এটিকে নেতিবাচকভাবে দেখে এবং আমাদের শাস্তি দিতে চায়, তা দুঃখজনক।”

এর আগে, রোববার রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক ব্যবস্থার বিরুদ্ধে কড়া ভাষায় উদ্বেগ জানায় ১১ সদস্যের এই জোট। পরদিন প্রেসিডেন্ট ট্রাম্প এই জোটকে ‘যুক্তরাষ্ট্রবিরোধী’ আখ্যা দিয়ে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

রামাফোসা বলেন, “সহযোগিতার জন্য একত্র হওয়া দেশগুলোকে শাস্তি দেওয়া উচিত নয়। প্রতিশোধ বা প্রতিহিংসার কোনো জায়গা নেই। বরং মানবতার স্বার্থে যৌথ উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন।”

উল্লেখ্য, ব্রিকস জোটের সদস্য দেশগুলো বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেক এবং বৈশ্বিক উৎপাদনের প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে।

বিশ্লেষকরা বলছেন, দুই দশক আগে উদীয়মান অর্থনীতির প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম হিসেবে গঠিত ব্রিকস আজ একটি বৃহৎ ও বৈচিত্র্যময় গোষ্ঠীতে পরিণত হয়েছে। যেখানে রাশিয়া ও ইরানের মতো মার্কিনবিরোধী দেশের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের মতো মার্কিন মিত্র দেশগুলোও আছে।

এই বৈচিত্র্যের মাঝেও সম্মেলনে ট্রাম্পের নাম প্রকাশ না করেই শুল্ক নীতির সমালোচনা করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে সৌদি আরব তাদের পররাষ্ট্রমন্ত্রীকেও এই বৈঠকে পাঠায়নি এবং যৌথ ছবিতে অংশ নেয়নি।

তবে এই কূটনৈতিক ইশারাগুলো ট্রাম্পের কাছে বিশেষ প্রভাব ফেলেনি। সোমবার তিনি ১৫টি দেশের উদ্দেশে উচ্চ শুল্ক আরোপ সংক্রান্ত প্রথম ধাপের চিঠি পাঠানোর ঘোষণা দেন, যেসব দেশ এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছায়নি।

এই প্রসঙ্গে রামাফোসা আরও বলেন, “কেবল শক্তিই সত্য নয়। বৈশ্বিক নেতৃত্বে ন্যায়, ভারসাম্য এবং সহযোগিতা থাকা জরুরি।”

RELATED NEWS

Latest News